গ্রাফিক ডিজাইন :
আমরা যখন কোন বিজ্ঞাপন দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? কিছু আকর্ষনীয় ছবি, বিভিন্ন ভঙ্গিমায় লেখা কিছু শব্দ, কিছু রঙ এমন ভাবে সাজানো থাকে যে আমাদের চোখ না চাইতেও সেখানে আটকে যায়। আমরা সেই শব্দ, রঙ, ছবি গুলো দেখে কিছু একটা বুজতে পারি। ঠিক? হ্যাঁ, এসবের মধ্যে আমাদের কিছু বার্তা দেওয়া হয়েছে।
ঠিক একি ভাবে ম্যাগাজিন, বইয়ের কাভার, পোস্টার, পণ্য লেবেল, লোগো, ব্যবসায়িক কার্ড,
ইনফোগ্রাফিক্স, ওয়েবসাইট লেআউট, মোবাইল অ্যাপ্লিকেশন, সফ্টওয়্যার ইন্টারফেস-এ এভাবে
বার্তা দেওয়ার ব্যপারটি দেখে থাকি। এগুলো গ্রাফিক ডিজাইনের কমন এবং ভালো উদাহরণ,যা আমাদের গ্রাফিক ডিজাইন কি তা বুঝতে সাহায্য করে।
এবার তাহলে গ্রাফিক ডিজাইন সর্ম্পকে ভালো ভাবে জেনে নেওয়া যাক। যদিও এটি সর্ম্পকে
একটি আর্টিকেলে পূর্ণাজ্ঞ জানা সম্ভব নয়, তবু একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব।
আমরা যখন কোন বিজ্ঞাপন দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? কিছু আকর্ষনীয় ছবি,
বিভিন্ন ভঙ্গিমায় লেখা কিছু শব্দ, কিছু রঙ এমন ভাবে সাজানো থাকে যে আমাদের চোখ না
চাইতেও সেখানে আটকে যায়। আমরা সেই শব্দ, রঙ, ছবি গুলো দেখে কিছু একটা বুজতে
পারি। ঠিক? হ্যাঁ, এসবের মধ্যে আমাদের কিছু বার্তা দেওয়া হয়েছে।
ঠিক একি ভাবে ম্যাগাজিন, বইয়ের কাভার, পোস্টার, পণ্য লেবেল, লোগো, ব্যবসায়িক কার্ড,
ইনফোগ্রাফিক্স, ওয়েবসাইট লেআউট, মোবাইল অ্যাপ্লিকেশন, সফ্টওয়্যার ইন্টারফেস-এ এভাবে
বার্তা দেওয়ার ব্যপারটি দেখে থাকি। এগুলো গ্রাফিক ডিজাইনের কমন এবং ভালো উদাহরণ,
যা আমাদের গ্রাফিক ডিজাইন কি তা বুঝতে সাহায্য করে।
এবার তাহলে গ্রাফিক ডিজাইন সর্ম্পকে ভালো ভাবে জেনে নেওয়া যাক। যদিও এটি সর্ম্পকে
একটি আর্টিকেলে পূর্ণাজ্ঞ জানা সম্ভব নয়, তবু একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব।
বেসিক গ্রাফিক ডিজাইন:
গ্রাফিক ডিজাইন একটি শিল্প, যেখানে চিত্র, শব্দ, রঙ এবং অন্যান্য গ্রাফিকাল উপাদান(Graphical
element) দিয়ে নিয়মতান্ত্রিক পরিকল্পনা অনুযায়ী সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করা হয়
এবং ভিজ্যুয়াল যোগাযোগ স্থাপন করে লক্ষ্য অর্জন সম্ভব হয়।
একটু কঠিন মনে হচ্ছে? সহজ করে বললে,এমন ভাবে কিছু আঁকতে হবে যাতে র্নিদিষ্ট কোন
বার্তা বা তথ্য সুস্পষ্ট ভাবে ফুটে এবং নান্দনিব ভাবে দৃষ্টিগোচর হয় এমনকি দেওয়া তথ্য গুলো
যেন সবাই সহজ ভাবে বুঝতে পারে।
(ছবিটি এপেক্স এর ফেইসবুক পেজ থেকে নেওয়া)উপরের ছবি তে দেখা যাচ্ছে এপেক্স কোম্পানি তাদের একটি নতুন সার্ভিস এর কথা বলছে,যে এবার ঈদে তাদের পোডাক্ট কিনতে ঘরের বাহিরে যেতে হবে না, তাদের ওয়েবসাইট এ গিয়েই শপিং করা যাবে। এখানে কিছু চিত্র, রঙ, শব্দের মাধ্যমে তাদের বার্তাটা দিয়েছে, যেটা দেখতে খুব সুন্দরএবং সহজেই বোধগম্ম্য। এটাই গ্রাফিক ডিজাইনের উৎকৃষ্ট উদাহরণ।
গ্রাফিক ডিজাইন একটি শিল্প, যেখানে চিত্র, শব্দ, রঙ এবং অন্যান্য গ্রাফিকাল উপাদান(Graphical
element) দিয়ে নিয়মতান্ত্রিক পরিকল্পনা অনুযায়ী সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করা হয়
এবং ভিজ্যুয়াল যোগাযোগ স্থাপন করে লক্ষ্য অর্জন সম্ভব হয়।
একটু কঠিন মনে হচ্ছে? সহজ করে বললে,এমন ভাবে কিছু আঁকতে হবে যাতে র্নিদিষ্ট কোন
বার্তা বা তথ্য সুস্পষ্ট ভাবে ফুটে এবং নান্দনিব ভাবে দৃষ্টিগোচর হয় এমনকি দেওয়া তথ্য গুলো
যেন সবাই সহজ ভাবে বুঝতে পারে।
(ছবিটি এপেক্স এর ফেইসবুক পেজ থেকে নেওয়া)উপরের ছবি তে দেখা যাচ্ছে এপেক্স
কোম্পানি তাদের একটি নতুন সার্ভিস এর কথা বলছে,যে এবার ঈদে তাদের পোডাক্ট
কিনতে ঘরের বাহিরে যেতে হবে না, তাদের ওয়েবসাইট এ গিয়েই শপিং করা যাবে।
এখানে কিছু চিত্র, রঙ, শব্দের মাধ্যমে তাদের বার্তাটা দিয়েছে, যেটা দেখতে খুব সুন্দর
এবং সহজেই বোধগম্ম্য। এটাই গ্রাফিক ডিজাইনের উৎকৃষ্ট উদাহরণ।
গ্রাফিক ডিজাইন কিভাবে করায়?
বিভিন্ন টুলস্ বা সফটওয়ার ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়
বিভিন্ন টুলস্ বা সফটওয়ার ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়
কি কি জানতে হয়?
-আর্ট জানতে হয়,(অন্তত ধারনা থাকতে হয়)
- Color psycology জানতে হয়
- কল্পনা / imagination করা জানতে হয়
-সমস্যা সমাধান করার দক্ষতা থাকতে হয়
(বি:দ্র: শিখার সময় চর্চা করতে করতে এগুলো আয়ত্ত হয়ে যায়)
গ্রাফিক ডিজাইন কি একটি পেশা?
হ্যাঁ এটি একটি মানসম্মত পেশা। কারণ গ্রাফিক ডিজাইনের উপরে নির্দিষ্ট ডিগ্রি রয়েছে।
এ বিষয়ে অন্য আর্টিকেলে বিস্তারিত জানব। ফ্রিল্যন্সিং এর জন্যও গ্রাফিক ডিজাইন চমৎকার
একটি সেক্টর।
কিভাবে গ্রাফিক ডিজাইনার হওয়া যায়?
দুইটি উপায়ে গ্রাফিক ডিজাইনার হওয়া যায়:১. গ্রাফিক ডিজাইনের উপর প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে২. বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে
হ্যাঁ এটি একটি মানসম্মত পেশা। কারণ গ্রাফিক ডিজাইনের উপরে নির্দিষ্ট ডিগ্রি রয়েছে।
এ বিষয়ে অন্য আর্টিকেলে বিস্তারিত জানব। ফ্রিল্যন্সিং এর জন্যও গ্রাফিক ডিজাইন চমৎকার
একটি সেক্টর।
কিভাবে গ্রাফিক ডিজাইনার হওয়া যায়?
দুইটি উপায়ে গ্রাফিক ডিজাইনার হওয়া যায়:
১. গ্রাফিক ডিজাইনের উপর প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে
২. বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে
গ্রাফিক ডিজাইন ডিটেইলস্:
এবার একটু বিস্তারিত জানা যাক।
গ্রাফিক ডিজাইনের অর্থ আরও ভালভাবে বুঝতে, এর উপাদান এবং নীতিগুলি সম্পর্কে
জানতে হবে। এবং কি কি সফটওয়ার ব্যবহার করতে হয় তা জানতে হবে।
এবার একটু বিস্তারিত জানা যাক।
গ্রাফিক ডিজাইনের অর্থ আরও ভালভাবে বুঝতে, এর উপাদান এবং নীতিগুলি সম্পর্কে
জানতে হবে। এবং কি কি সফটওয়ার ব্যবহার করতে হয় তা জানতে হবে।
গ্রাফিক ডিজাইনের উপাদান:
দৃষ্টিনন্দন এবং অর্থবহ ডিজাইন করতে গ্রাফিক ডিজাইনের উপাদান গুলো সম্পরর্কে
ভালোভাবে জানতে হয়। সবগুলো উপাদানের সম্বয়েই একটি ভালো ডিজাইন
তৈরী হয়। গ্রাফিক ডিজাইনের উপাদান গুলো হলো:
-Line (লাইন)
-Colo (রঙ)
-Shape (আকৃতি)
-Form (র্ফম)
-Size (সাইজ)
-Space (ফাঁকা স্থান)
-Texture (জমিন)
গ্রাফিক ডিজাইনের মূলনীতি :
গ্রাফিক ডিজাইনের কিছু মূলনীতি রয়েছে, যেগুলো ,মেনে একটি ডিজাইন তৈরী করতে হয়। সেগুলো হলো,
-Balance (ভারসাম্য)
-Contrast (বিপরিত)
-Emphasis (জোর)
-Movement (গতিবিধি)
-Proportion (অনুপাত)
-Rhythm (ছন্দ)
গ্রাফিক ডিজাইনের প্রকারভেদ:
গ্রাফিক ডিজা্ইন অনেক বড় একটি সেক্টর। আমাদের অনেকের ধারনা গ্রাফিক ডিজাইন শুধু
বিজ্ঞাপন আর বেনার, পোষ্টারেই ব্যবহার হয়। এই ধারনাটা সম্পুর্ন ভুল এটির ব্যবহারিক ক্ষেত্র
অনেক বড়। ব্যবহার এর ভিত্তিতে এটি ৮ প্রকার।
1. Marketing and advertising graphic design
গ্রাফিক ডিজা্ইন অনেক বড় একটি সেক্টর। আমাদের অনেকের ধারনা গ্রাফিক ডিজাইন শুধু
বিজ্ঞাপন আর বেনার, পোষ্টারেই ব্যবহার হয়। এই ধারনাটা সম্পুর্ন ভুল এটির ব্যবহারিক ক্ষেত্র
অনেক বড়। ব্যবহার এর ভিত্তিতে এটি ৮ প্রকার।
বিজ্ঞাপন আর বেনার, পোষ্টারেই ব্যবহার হয়। এই ধারনাটা সম্পুর্ন ভুল এটির ব্যবহারিক ক্ষেত্র
অনেক বড়। ব্যবহার এর ভিত্তিতে এটি ৮ প্রকার।
1. Marketing and advertising graphic design
2. Publication graphic design
2. Publication graphic design
3. Packaging graphic design
3. Packaging graphic design
4. Visual identity graphic design
4. Visual identity graphic design
5. User interface graphic design
5. User interface graphic design
6. Environmental graphic design
6. Environmental graphic design
7. Motion graphic design
7. Motion graphic design
8. Art and illustration graphic design
8. Art and illustration graphic design
এই প্রকারভেদ গুলোরও আরো শাখা প্রশাখা রয়েছে। তাহলে বুঝাই যাচ্ছে এটি কত বিশাল
একটি ক্ষেত্র।
ব্যবহৃত টুলস্ :
গ্রাফিক্স এর কাজ করার জন্য অনেক সফটওয়ার ব্যবহার প্রয়োজন হয়। সেখান থেকে বেসিক কিছু সফটওয়ার হলো-
গ্রাফিক্স এর কাজ করার জন্য অনেক সফটওয়ার ব্যবহার প্রয়োজন হয়। সেখান থেকে বেসিক কিছু সফটওয়ার হলো-
-Adobe Photoshop
-Adobe Illustrator
-Adobe Lightroom
-GIMP
-Sketch
-Adobe indesign
-Canva
-Vectr
-Design wizard
এই ছিল গ্রাফিক ডিজাইনের বেসিক নোট। আশাকরি এটি গ্রাফিক ডিজাইন সম্পর্কে সামগ্রিক
ধারনা দিবে।
0 Comments