![]() |
1.Managing director
কোন কোম্পানীর সর্বোচ্চ পর্যায়ের পোষ্ট হচ্ছে Managing Director (MD)।কোম্পানী মালিকদের পরই Managing Director এর অবস্থান। যেকোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ বেতনধারী পোষ্ট MD । অত্যন্ত সম্মানের পোষ্ট এটি। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ৫০০০০- ৩৫০০০০ BDT বেতন হয় এই পোষ্টে । ক্ষেত্রবিষেশ কমবেশী হয়ে থাকে। এ পোষ্টে চাকরি করার জন্য অন্যান্য উচ্চ পদস্ত পোষ্টে অন্তত ১০-১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়।
2. CEO
Chief Executive Officer একটি কোম্পানীর উচ্চ পদস্ত একটি পোষ্ট। Managing Director এর সমপর্যায়ের পোষ্ট এটি। ছোট বড় সবধরণের কোম্পানীতেই ভালো অংকের বেতন পাওয়া যায়। Job Environment ও চমৎকার । সেলারি কোম্পানী অনুযায়ী ৫০০০০- ৩০০০০০ BDT হয়ে থাকে। তবে বাংলাদেশে প্রথমেই CEO পোষ্টে job নেওয়া যায়না। অন্যান্য পোষ্টে ৫-১০ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হয়।
3.Pilot
বাংলাদেশে pilot একটি চাহিদা সর্ম্পূন এবং সম্মানহজনক পেশা। এ পেশা যেমন এডভেন্সার তেমনি উচ্চবেতন সর্ম্পূন । এ পোষ্টে ক্যারিয়ার এর শুরুতেই ১৫০০০০ - ২০০০০০ BDT বেতন পাওয়া সম্ভব। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনও বাড়তে থাকে।
4.Financial Analysts
একটি কোম্পানীর সফলতা অনেকখানি নির্ভর করে আর্থিক বিশ্লেষণ (Financial analysis) এর উপর। তাই কোম্পনী গুলো Financial Analysts এর অনেক গুরুত্ব দেয়। এ পোষ্ট এর বেতন প্রায় ৮০০০০ - ২০০০০০BDT র্পযন্ত হয়ে থাকে। শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপীও এটি অত্যন্ত চাহিদাসর্স্পূণ পোষ্ট।
5.Doctors
বাংলাদেশে পেশা হিসেবে এটি খুব জনপ্রিয়। হ্যাঁ ডাক্তাররা ও বেশ ভালো অংকের বেতন পেয়ে থাকেন সরকারি কিংবা বেসরকারি উভয় ক্ষাতেই । এ পেশায় প্রায় ৬০০০০- ৩০০০০০BDT বেতন হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে আরো বেশীও হয়। এছাড়াও নিজেদের ব্যাক্তিগত চেম্বার এ বেশ ভালো টাকা আয় করেন।
6.Civil Engineer
ইংজেনীয়ারীিং পেশায় বাংলাদেশেও এখন ভালো ক্যারিয়ার গড়া সম্ভব, কারন এদেশে শিল্পখাত প্রসরিত হচ্ছে। তবে বর্তমানে Civil Engineer রা বেশ ভালো টাকা আয় করতে পারছেন। যদিও হোম ইনড্রাস্টি এখন উদীয়মান তবুও এ পোষ্টে গড়ে ৭০০০০ - ২৫০০০০ BDT মত মাসিক আয় সম্ভব। এ পেশা বাংলাদেশে এখন বেতন ভিত্তিক হয়নি, প্রজেক্ট ভিত্তিক কাজ করতে হয়।
7.professor
বাংলাদেশে ধারুণ একটি পেশা এটি। বিভিন্ন সরকরি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ পোষ্টে বেশ ভালো বেতন পাওয়া যায়। চাকরি হিসেবেও বেশ সম্মানজনক এটি। ৫০০০০ - ২০০০০০BDT ক্ষেত্রবিষেশ তারচেয়েও বেশী বেতন হয়ে থাকে এ পেশায়।
8.Fashion Designer
বাংলাদেশের পোষাক শিল্প অনেক প্রসারিত। তাই এ পোষ্টের চাহিদাও অনেক। অত্যন্ত মজার এই পেশায় বেতন ও রয়েছে ভালো। প্রায় ৪০০০০- ৩০০০০০ BDT পর্যন্ত বেতন পাওয়া সম্ভব এই পেশায়।
9.General Manager
General manager (GM) একটি প্রতিষ্ঠানের উচ্চ পদস্ত পোষ্টের মধ্যে অন্তরভুক্ত। এ পোষ্টে প্রায় ৩০০০০- ১২০০০০BDT বেতন বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়া সম্ভব।
10.Accountant
বাংলাদেশে উচ্চ বেতনের চাকরি গুলোর মধ্যে Accountant অন্যতম। বাংলাদেশে এ পোষ্টে প্রায় ৪০০০০ - ১৫০০০০BDT পযন্ত বেতন পাওয়া যায়। যদিও কোম্পানী অনুযায়ী এর চেয়ে কমবেশী হতে পারে।
0 Comments