About

আমি Zinnat Tanjina ।

ইংরেজি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর একজন  শিক্ষার্থী। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অনেক প্রয়োজনীয় নোট আমরা ডায়েরীর পাতায় টুকে থাকি। হ্যাঁ সেই নোট গুলোরই অন্য সংস্করণ ‘Lify’Lify একটি ব্যক্তিগত আর্কাইভ; যেখানে পাঠশালা থেকে শুরু করে ক্যারিয়ার, প্রযুক্তি থেকে জীবনের সাদামাটা অনেক বিষয়ে ছোট বড় নানা প্রয়োজনীয় নোট। 

বিষেশ করে ক্যারিয়ার এবং শিক্ষা সম্পর্কে এই ব্লগ। এটি আমার ব্যক্তিগত সংরক্ষণাগার, আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করি। কিছু তথ্য বই এবং গুগল থেকে সংগৃহীত।
জীবন, ক্যারিয়ার এবং শিক্ষার জন্য এটি পড়া সহজ এবং তথ্যমূলক