গ্রাফিক্স ডিজাইন কী? তত্ত্বগত সংজ্ঞা : Theoretical definition of graphic design

গ্রাফিক্স ডিজাইন কী?তত্ত্বগত ধারনা: 
graphic design note


গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমার আগ্রহের শেষ নেই। তাই বিভিন্ন সময়ে গ্রাফিক্স ডিজাইনের খুঁটিনাটি
সম্পর্কে জানার চেষ্টা করছি, এবং কিছু তথ্য নোট করেছি। যদিও এটি একটি বিশাল সেক্টর আমি খুব
অল্পই জানি, এ বিষয়ে আমার পড়াশুনা এখনো অব্যহত তবুও বেসিক তত্ত্বগত কিছু নোট আজকে
শেয়ার করছি।

তত্ত্বগত ধারনা: 
                                                                                                       গ্রাফিক্স:
According to the   Cambridge English dictionary:
1. Very clear and powerful.
2. relating to the use of graphs to show information.
3. related to drowning or printing.
4. drawing or picture that shows information.

According to the Oxford learner’s dictionary
1. a diagram or picture, especially one that appears on a computer screen 
or in a newspaper or book.
2. very clear and full of details, especially about something unpleasant.

আর বাংলা উইকিপিডিয়া অনুযায়ী: গ্রাফিক্স হলো এমন একটি সদৃশ্য মাধ্যম যার দ্বারা কোন পৃষ্ঠের
উপর কোনকিছুর নকসা বা ছবি আঁকাকে বুঝায়। আঁকা ছবি বা নকসা টি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে
অথবা স্বচিত্রক ভাব প্রকাশ করে।
(গ্রীক শব্দে এটিকে অংকন বিষয়ক জ্ঞান বলা হয়)

                                                                                                      ডিজাইন:
According to the Oxford learner’s dictionary
1. the general arrangement of the different parts of something that is made, such as a building,
book, machine, etc.
2.the art or process of deciding how something will look, work, etc. by drawing plans.
3.an arrangement of lines and shapes as a decoration

বাংলা উইকিপিডিয়া অনুযায়ী:প্রক্রিয়া পূর্ণতা দেওয়ার জন্য পরিকল্পনা বা স্তর নির্দিষ্টকরণ হল নকশা।
নকশা ক্রিয়া পদটি একটি নকশা উন্নয়ন প্রক্রিয়া প্রকাশ করে।

উপরের তথ্যগুলো কে সংক্ষিপ্ত করলে অনেকটা এরকম হয়:
গ্রাফিক্স হলাে চিত্র বা নকশায় কোন তথ্য অথবা বার্তা দেওয়ার একটি স্পষ্ট এবং শক্তিশালী মাধ্যম বা উপায়।
আর ডিজাইন হলো কিভাবে তথ্য উপস্থাপন করা যায় তার পরিকল্পনা। 


সংজ্ঞা:
উইকিপিডিয়া অনুযায়ী
*/*-
গ্রাফিক ডিজাইন হ'ল টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনোগ্রাফি এবং চিত্রের ব্যবহারের মাধ্যমে
ভিজ্যুয়াল যোগাযোগ এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া। 

পরিশেষে আমি বলবো:
Graphic design is the skill of conveying information or message in an image and turning  imagination into reality
গ্রাফিক ডিজাইন হলো চিত্রের মধ্যে তথ্য বা বার্তা দেওয়ার এবং কল্পনা কে বাস্তব রুপ দেওয়ার সুনিপুন দক্ষতা 

Post a Comment

0 Comments